প্রশিক্ষণ সেবা ঃ
অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ : ভ্রাম্যমান প্রশিক্ষণ এর জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ,কুড়িগ্রাম সদর কার্যালয়ে আবেদন করতে হবে । সে প্রেক্ষিতে ক্রেডিট সুপারভাইজারদ্বয় ২৫-৩৫ জনের একটি গ্রুপ তৈরি করে স্থানীয় চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ এর ব্যবস্থা করবেন ।
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ
১. দীর্ঘ মেয়াদী প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করতে চাইলে জেলা কার্যালয়ে আবেদন করতে হবে অথবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালায়,কুড়িগ্রাম সদর আবেদন করলে তা জেলা কার্যালয়ে প্রেরিত হবে ।
২.আত্ন-কর্মসংস্থান করতে চাইলে ঋণ সহযোগিতা প্রদান করা হয়। ঋণ সহযোগিতা চাইলে প্রশিক্ষণ সার্টিফিকেট এর ফটোকপি ও একটি আবেদন পত্র উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালায়,কুড়িগ্রাম সদর এ জমা দিতে হবে। মাঠ পর্যায়ে প্রকল্প সরজমিনে পরিদর্শণ করে প্রয়োজনীয় কাগজপত্র গ্রহন করে ঋণ সহযোগিতা প্রদান করা হয় ।
৩. এছাড়া উত্তরবঙ্গের ০৭ (সাত)টি জেলার বেকার যুব দের আত্ন-কর্মসংস্থান সৃষ্টি শির্ষক প্রকল্পের আওতায় পরিবার ভিত্তিক ২৫ জনের গ্রুপ তৈরী করে ৫টি বিষযে, ৭ থেকে ১৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়।
২। যুব ঋণ কর্মসূচিঃ
যুব ঋণ কর্মসূচি ০৩(তিন) ধরণের যথা-
(ক) গুরুপ ভিত্তিক ঋণ কর্মসূচিঃ এ কর্মসূচির আওতায় বেকার যুবদের পারিবারিক গুরুপে সংগঠিত করে ঋণ প্রদান করা হয়। প্রতি গুরুপের সদস্য সংখ্যা ০৫ জন।পাঁচ জনের ০৮ টি গুরুপের মোট ৪০ জন সদস্যকে প্রথম দফায় ১২,০০০/-টাকা, ২য় দফায় ১৬,০০০/-টাকা, এবং ৩য় দফায় ২০,০০০/-টাকা ঋণ প্রদান করা হয়।
(খ) একক ঋণ কর্মসূচিঃ এ কর্মসূচির আওতায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কোর্সে প্রশিক্ষিত যুবদের একক ঋণ প্রদান করা হয়। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত যুবকে ১ম দফায় ৪০,০০০/-টাকা, ২য় দফায় ৫০,০০০/-টাকা ৩য় দফায় ৬০,০০০/-টাকা এবং প্রাতিষ্ঠানিক ঋণের ১ম দফায় ৬০,০০০/-টাকা ২য় দফায় ৮০,০০০/-টাকা ৩য় দপায় ১,০০০০০/-টাকা ঋণ প্রদান করা হয়।
(গ) এছাড়া উত্তরবঙ্গের ০৭ (সাত)টি জেলার বেকার যুব দের আত্ন-কর্মসংস্থান সৃষ্টি শির্ষক প্রকল্পের আওতায় পরিবার ভিত্তিক পাঁচ জনের ০৫ টি গুরুপের মোট ২৫ জন সদস্যকে প্রথম দফায় ৩০,০০০/-টাকা, ২য় দফায় ৪০,০০০/-টাকা, এবং ৩য় দফায় ৫০,০০০/-টাকা ঋণ প্রদান করা হয়।
২। যুব ঋণ সেবাঃ
যুব ঋণ কর্মসূচি দুই ধরণের যথা-
(ক) গুরুপ ভিত্তিক ঋণ কর্মসূচিঃ এ কর্মসূচির আওতায় বেকার যুবদের পারিবারিক গুরুপে সংগঠিত করে ঋণ প্রদান করা হয়। প্রতি গুরুপের সদস্য সংখ্যা ০৫ জন।পাঁচ জনের ০৮ টি গুরুপের মোট ৪০ জন সদস্যকে প্রথম দফায় ১২,০০০/-টাকা, ২য় দফায় ১৬,০০০/-টাকা, এবং ৩য় দফায় ২০,০০০/-টাকা ঋণ প্রদান করা হয়।
(খ) একক ঋণ কর্মসূচিঃ এ কর্মসূচির আওতায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কোর্সে প্রশিক্ষিত যুবদের একক ঋণ প্রদান করা হয়। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত যুবকে ১ম দফায় ৪০,০০০/-টাকা, ২য় দফায় ৫০,০০০/-টাকা ৩য় দফায় ৬০,০০০/-টাকা এবং প্রাতিষ্ঠানিক ঋণের ১ম দফায় ৬০,০০০/-টাকা ২য় দফায় ৮০,০০০/-টাকা ৩য় দপায় ১,০০০০০/-টাকা ঋণ প্রদান করা হয়।
(গ) উত্তরবঙ্গের ০৭ (সাত)টি জেলার বেকার যুব দের আত্ন-কর্মসংস্থান সৃষ্টি শির্ষক প্রকল্পের আওতায় পরিবার ভিত্তিক পাঁচ জনের ০৫ টি গুরুপের মোট ২৫ জন সদস্যকে প্রথম দফায় ৩০,০০০/-টাকা, ২য় দফায় ৪০,০০০/-টাকা, এবং ৩য় দফায় ৫০,০০০/-টাকা ঋণ প্রদান করা হয়।
১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা সমূহ :
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত দুই ধরণের প্রশিক্ষণ সেবা দিয়ে থাকে।
ক) প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ ।
খ) অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ ।
ক) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড সমূহ :
ক্রমিকনং |
প্রশিক্ষণ কোর্সের নাম |
মেয়াদকাল |
কোর্স শুরুর তারিখ |
শিক্ষাগত যোগ্যতা |
কোর্স ফি |
আসন সংখ্যা /ব্যাচ |
০১ |
মর্ডান অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন |
০৬ মাস |
১ জুলাই ও ১ জানুয়ারী |
এইচ,এস,সি |
৫০০/- |
৪০ জন |
০২ |
পোষাক তৈরী |
০৩ মাস
|
১ জুলাই, ১ অক্টোবর ১ জানুয়ারী ও ১ এপ্রিল |
অষ্টম শ্রেণী |
৫০/- |
২৫ জন |
০৩ |
মৎস্য চাষ |
০১ মাস |
প্রতিমাসের ১ তারিখ |
অষ্টম শ্রেণী |
৫০/- |
২৫ জন (৮ব্যাচ=২০০) |
০৪ |
কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন |
০৬ মাস |
১ জুলাই ও ১ জানুয়ারী |
এইচ, এস, সি |
১০০০/- |
৭০ জন |
০৫ |
ইলেকট্রনিক্স |
০৬ মাস |
১ জুলাই ও ১ জানুয়ারী |
অষ্টম শ্রেণী |
৩০০/- |
৩০ জন |
০৬ |
ইলেকট্রিক্যালএন্ডহাউজওয়্যারিং |
০৬ মাস |
১ জুলাই ও ১ জানুয়ারী |
অষ্টম শ্রেণী |
৩০০/- |
৩০ জন |
০৭ |
রেফ্রিজারেশনস এন্ড এয়ারকান্ডিশনিং |
০৬ মাস |
১ জুলাই ও ১ জানুয়ারী |
অষ্টম শ্রেণী |
৩০০/- |
৩০ জন |
০৮ |
গবাদী পশু,হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক |
০৩ মাস |
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী |
অষ্টম শ্রেণী |
১০০/- |
৬০ জন (২ব্যাচ=১২০) |
০৯ |
কৃষি বিষয়ক সংক্ষিপ্ত প্রশিক্ষণ |
০১ মাস |
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী |
অষ্টম শ্রেণী |
১০০/- |
৪০ জন (৫ব্যাচ=২০০) |
১০ |
মোবাইল ফোন সার্ভিসিং এন্ড রিপেয়ারিং |
০১ মাস |
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী |
অষ্টম শ্রেণী |
১০০/- |
২০ জন (২ব্যাচ=৪০) |
১১ |
আত্মকর্মি থেকে উদোক্তা উন্নয়ন |
০৫দিন |
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী |
অষ্টম শ্রেণী |
- |
৩০ জন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস